
The Truth of Bengal: আজ থেকে পাঁচ বছর আগে এসেছিল ফ্লেমস ওয়েব সিরিজটি। দুষ্টু মিষ্টি স্কুলের প্রেমের গল্প নিয়ে দেখা গিয়েছিল নতুন জুটি ঋতভিক আর তনয়ার। সেই সময় তাদের স্কুল জীবন আর একে অপরের ভালোবাসা সম্পর্ক। সেই নিয়ে তৈরি হয়েছিল একটা গল্প। পরপর দুটো সিজনেই দেখানো হয়েছে তাদের দুজনের সম্পর্কের সমীকরণ।
সিজন ১ এবং ২ মিলিয়ে দেখান হয়েছে তাঁদের সম্পর্কের মাঝের নানা সমস্যা। তবে সেসব কাটিয়েও একে অপরের সাথে থেকেছে তাঁরা। আর এবার মুক্তি পেল ফ্লেমস সিজন ৪। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ট্রেলার। আগের সিজনগুলিতে তাদের স্কুল জীবনের গল্প দেখানো হয় ট্রেলারে। এবারে এই নতুন ট্রেলারে দেখান হচ্ছে তারা পা রাখবে কলেজ জীবনে।
গল্পের চারটি চরিত্রের জীবনেই আসবে নতুন মোড়। আর মূল দুইটি চরিত্রের জীবনে আসবে দূরত্ব। প্রতিটি সিজনের মতই এই সিজনও দিব্যাংশু মালহোত্রার পরিচালনায় জুটি বাঁধবেন ঋতভিক সাহর এবং তনয়া মানিকতলা। এবার শুধু এটাই দেখার যে ওয়েব দুনিয়ায় ফ্লেমসের এই নতুন সিজন আগের সিজনগুলির মত দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করতে পারে কি না।
Free Access