রাজ্যের খবর
Trending

দলে ঝগড়াঝাটি বরদাস্ত নয়, দেগঙ্গার কর্মিসভায় বুঝিয়ে দিলেন সুপ্রিমো…

Bickering in the party is not acceptable, supremo Mamata Banerjee told the Deganga committee.

The Truth Of Bengal: জেলার অন্যতম বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। সংগঠনের একটা বড় অংশ তিনি দেখতেন। প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন জেলবন্দি। এমন অবস্থায় জেলার রাশ কার্যত নিজের হাতে তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার জন্য নতুন কোর কমিটি গঠন করে দিয়ে বলে দিয়েছেন ঝগড়াঝাটি একেবারেই বরদাস্ত করা হবে না। দেগঙ্গায় দলীয় কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে জেলার নেতাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। সংগঠনের অন্যতম বড় নেতা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি হওয়ার পর সেই দ্বন্দ্ব আরও মাথাছাড়া দিয়েছে। এমন অবস্থায় দলের নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সংগঠনের রাশ কার্যত নিজের হাতে তুলে নিলেন তৃণমূল নেত্রী। উত্তর ২৪ পরগনা জেলার জন্য নতুন কোর কমিটি গঠন করে দিয়ে বলে দিয়েছেন ঝগড়াঝাটি একেবারেই বরদাস্ত করা হবে না। দেগঙ্গায় দলীয় কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে জেলার নেতাদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলের কর্মিসভায় নতুন কোর কমিটি গঠনের ঘোষণা করলেন তিনি। এই কমিটিতে কোনও সাংসদকে রাখা হয়নি। এই কমিটি ১০ দিন পর পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই রিপোর্ট দেবে। নেতাদের মঞ্চে বসিয়ে এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি করা কমিটিতে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাপস রায়, বীণা মণ্ডল, বিশ্বজিৎ দাস, নুরুল ইসলাম, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিৎ বসু, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোবিন্দ দাস, রফিকুল ইসলাম-সহ বেশ কয়েকজন। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন অনেক বিধায়ক। এদিন দলের কর্মীসভায় দলের কোন্দল মেটানোর ওপর বেশি জোর দেন মমতা। সেই দ্বন্দ্ব যে আর চলতে দেওয়া হবে তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।

নতুন গড়া কোর কমিটিতে জায়গা পাওয়া নেতারা জেলার কোনও অংশে কে দায়িত্বে থাকবেন, তাও ঠিক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পার্থ ভৌমিককে ব্যারাকপুর, সুজিত বসুকে দমদম ও বসিরহাট, নারায়ণ গোস্বামীকে হাবড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কয়েক জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যাঁরা এই কোর কমিটির কাজের ওপর নজরদারি করবেন এবং তৃণমূল নেত্রীকে রিপোর্ট দেবেন। লোকসভা নির্বাচনের আগে যাবতীয় দ্বন্দ্ব মিটিয়ে একযোগে কাজ করতে হবে সবাইকে। দেগঙ্গার কর্মীসভায় তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Free Access

Related Articles