রাম মন্দির উদ্বোধনের দিন গুণছে অযোধ্যা, তার আগে নাম বদল রেল স্টেশনের…
Ayodhya is celebrating the inauguration of the Ram temple, before the name change of the railway station

The Truth Of Bengal: রাম মন্দির উদ্বোধনের দিন গুণছে অযোধ্যা।সেজে উঠছে সরযূর তীর।প্রধানমন্ত্রীর হাত দিয়ে ৩০ শে ডিসেম্বর উদ্বোধন হবে নবরূপে সজ্জিত অযোধ্যা স্টেশনের। রেলস্টেশনের নাম বদলে হল ‘অযোধ্যা ধাম’।
রাম মন্দির উদ্বোধনের দিন গুণছে অযোধ্যা। নতুন বছরে উদ্বোধন রাম মন্দিরের। ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেজে উঠছে সরযূর তীর। চলছে মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। মন্দিরের রঙে রাঙিয়ে তোলা হয়েছে ওখানকার বাড়িগুলি। বৃহস্পতিবার গোটা ব্যবস্থা পরিদর্শন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০ ডিসেম্বর অযোধ্যায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সব রকম প্রস্তুতি সেরে ফেলতে চাইছে মন্দির কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর হাত দিয়ে ৩০ শে ডিসেম্বর উদ্বোধন হবে নবরূপে সজ্জিত অযোধ্যা স্টেশনের। রেলস্টেশনের নাম বদলে হল ‘অযোধ্যা ধাম’। স্টেশনে থাকছে লিফট, এসক্যালেটর, মেডিক্যাল ফেসিলিটি, ইনফর্মেশন সেন্টার সহ যাবতীয় আধুনিক সুবিধা। রেলের হিসেব মতো, ২২ জানুয়ারির পর প্রতিদিন ৫০ হাজার মানুষ ব্যবহার করবেন অযোধ্যা রেল স্টেশন। সেইমতোই তৈরি হয়েছে রি-ডেভেলপড অযোধ্যা স্টেশন। থাকছে রামায়ণের বিভিন্ন ম্যুরাল পেন্টিংও৷
৩০ ডিসেম্বর হবে উদ্বোধন। একইসঙ্গে অযোধ্যা-দিল্লি বন্দে ভারত সহ বিভিন্ন রুটে পাঁচটি সেমি-হাইস্পিড ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সীতামারি-অযোধ্যা বন্দে সাধারণ বা অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও হবে ওইদিন বলেই রেল সুত্রে খবর।
Free Access