রাজ্যের খবর

ইসলামপুরে গ্যাসের আধার লিঙ্ক করাতে হয়রানি, বিজেপির হুঁশিয়ারি

Islampur

The Truth of Bengal: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সত্যেন গ্যাস সার্ভিস সেন্টারে গ্যাসের আধার লিঙ্ক করাতে এসে গ্রাহকদেরকে জোর করে গ্যাসের লাইটার বা পাইপ কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গ্রাহকরা বলছেন, একেই লম্বা লাইন তারপর গ্যাসের লিংক করাতে এসে গ্যাসের ডিস্ট্রিবিউটর জোর করে লাইটার বা পাইপ কিনতে বাধ্য করছে। যদি কোনও গ্রাহক না কিনে তাহলে তাদের আধার লিংক করা হবে না বলে অভিযোগ।

এই খবর পেয়ে বৃহস্পতিবার ইসলামপুর শহর বিজেপির পক্ষ থেকে সত্যেন গ্যাস সার্ভিস সেন্টার এসে হুঁশিয়ারি দেওয়া হয়। যদি আগামী দিনে গ্রাহকদের এই ধরনের হয়রানি করা হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিজেপির নেতৃত্বরা জানিয়েছেন।

অন্যদিকে সংস্থার ম্যানেজার চন্দন সিংহ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন যাদের ৫ বছরের পুরনো গ্যাস কানেকশন রয়েছে তাদেরকে পাইপ ও লাইটার চেঞ্জ করার কথা বলা হচ্ছে। যদি কোনও দুর্ঘটনা ঘটে তার দায়বদ্ধতা তারা নেবেন না বলে জানিয়েছেন।

Related Articles