নিজের চিত্রনাট্যে ছবি বানাতে চেয়েছিলেন অভিষেক বচ্চন, অমিতাভের কারণে পুরো হয়নি সেই স্বপ্ন!

বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। তার বাবা অমিতাভ বচ্চনও একজন প্রখ্যাত অভিনেতা। অভিষেক তার বাবার মতোই একজন সফল অভিনেতা। তবে তার অভিনেতা হওয়ার পথটা সহজ ছিল না। তার প্রথম ছবি তৈরির আগেই তার বাবা সেই ছবির চিত্রনাট্যকে খারাপ বলে নাকচ করে দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, তিনি তার বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে মিলে একটি ছবির চিত্রনাট্য লিখেছিলেন। সেই ছবির নাম ছিল ‘সমঝোতা এক্সপ্রেস’। ছবির বিষয় ছিল একজন তরুণের জীবনের গল্প। সেই তরুণ তার বাবা-মায়ের চাওয়া-পাওয়ায় রাজি না হয়ে নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে চায়। কিন্তু তার বাবা-মা তাকে মানতে নারাজ।
অভিষেক জানান, তারা ছবির প্রস্তুতি হিসাবে নিজের চরিত্রের ‘লুক’ পর্যন্ত চূড়ান্ত করে ফেলেছিলেন। তার পর তারা ছবির প্রযোজনার জন্য অমিতাভের কাছে গিয়েছিলেন। কিন্তু অমিতাভ তাদের চিত্রনাট্য পড়ে দেখেন এবং বলেন, “খুবই খারাপ চিত্রনাট্য।” তার পর তিনি অভিষেককে বেরিয়ে যেতে বলেন।
অভিষেক জানান, অমিতাভের এই কথায় তারা হতাশ হয়ে পড়েন। তারা আর সেই ছবি তৈরি করার চেষ্টা করেননি।
অভিষেক জানান, তিনি এখনও সেই ছবিটি তৈরি করার স্বপ্ন দেখেন। কিন্তু তার বাবার সমর্থন ছাড়া সেই স্বপ্ন পূরণ করা সম্ভব নয়।