ডুয়ার্সে চা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
leopard Wounded body recovered

The Truth of Bengal: ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবারি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি চা বাগান সংলগ্ন জনবসতি এলাকা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে সমগ্র এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে তারা এলাকার একটি ফাঁকা জায়গায় ওই চিতা বাঘের দেহ দেখতে পান। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতা বাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়।
বনকর্মীদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, চিতা বাঘের পেটে ও মাথাতেও আঘাতের চিহ্ন ছিল। বনদপ্তর সূত্রে জানা গেছে, চিতা বাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এর আগেও রাতের অন্ধকারে এলাকায় চিতা বাঘ এসে ছাগল, মুরগি তুলে নিয়ে গিয়েছিল। বাসিন্দাদের অনুমান ওই চা বাগানেই ছিল চিতা বাঘটি।