
The Truth of Bengal: হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায় একটি দোকানের বাইরে থাকা সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজন তাকে ধরে বেধড়ক মারধর করে এবং তার চুল কাঁচি দিয়ে কেটে দেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে ওই যুবক ওই দোকানের বাইরে থাকা সাইকেলটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজন তাকে দেখতে পায়। তারা তাকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করতে থাকে। এতে ওই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয় মানুষজন তার চুল কাঁচি দিয়ে কেটে দেয়।
ঘটনাটি জানাজানি হলে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বেশ কিছুদিন আগে একটি বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। পুলিশ ওই যুবকের বিরুদ্ধে এবারও আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।