ব্যবসা

বাংলাই দেশের শিল্পের ভবিষ্যৎ, মান্যতা দিল রিজার্ভ ব্যাঙ্ক 

RBI said that West Bengal is going to be the future of countrys industry

The Truth of Bengal: দেশের শিল্প মানচিত্রে একদিন সেরা হবে বাংলা। বারবার এই দাবি করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। মুখ্যমন্ত্রীর সেই দাবিকে মান্যতা দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। মাসিক বুলেটিনে রিজার্ভ ব্যাঙ্ক জানাল, রাজ্য সরকারের নীতিগত একাধিক সিদ্ধান্তের জন্য দেশের মধ্যে শিল্পের ভবিষ্যৎ হতে চলেছে বাংলা।

বাংলার দেশের শিল্প গন্তব্য। রাজ্য সরকারের দাবি নয় এটা। তথ্য পরিসংখ্যান দিয়ে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দেশের আর্থিক পরিস্থিতি অগ্রগতি নিয়ে প্রতি মাসে বুলেটিন প্রকাশ করে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের এ মাসের বুলেটিনে উঠে এল বাংলার কথা। রিপোর্টে বলা হয়েছে, রাজ্য সরকারের নীতিগত একাধিক সিদ্ধান্তের জন্য দেশের মধ্যে শিল্পের ভবিষ্যৎ হতে চলেছে বাংলা।

শিল্পবান্ধব বেশ কিছু নীতি নিয়ে রাজ্য সরকার। সেখানে এক-জানালা নীতি অন্যতম। অর্থাৎ শিল্প গড়ার জন্য এখন দৌড়ঝাঁপ করতে হয় না উদ্যোগপতিদের। গোটা রাজ্যে পরিকাঠামো উন্নয়ন হয়েছে প্রভূত। সব মিলিয়ে আরবিআই-এর দাবি, সম্ভাব্য লগ্নিকারী রাজ্য হিসেবে বাংলা দেশের সেরা হতে চলেছে।

এই রাজ্যের বিরোধীরা লাগাতার প্রচার করে বলে এখানে শিল্পবান্ধব পরিবেশ নেই। দেশের সামনে বাংলা সম্পর্কে হতাশাজনক চিত্র তুলে ধরা হয়। তাতে নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বিরোধীদের সেই দাবিকে মান্যতা দিচ্ছে না। ব্যবসার নিরিখে দেশের উত্তর পূর্বের অংশে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। বেশ কয়েক রাজ্যের অর্থনীতি নির্ভর করে এই বাংলাকে কেন্দ্র করে। ফলে উদ্যোগপতিদের বিশেষ নজর আছে এই রাজ্যের দিকে।

সেই সঙ্গে শিল্প বিস্তারে রাজ্য সরকার সবদিক থেকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসছে। এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে পাঁচটি বিশেষ নীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যে শিল্পবান্ধব পলিসি, ধর্মঘট মুক্ত পরিবেশে বজায় রেখে কলকারখানায় উৎপাদন সচল রাখার বিষয়ে এগিয়ে আছে বাংলা। সব মিলিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া শিল্প মানচিত্রে বাংলার উপযুক্ত পরিবেশের কথা তুলে ধরেছে। আগামিদিনে শিল্প বাণিজ্যের গন্তব্য হিসেবে দেশের সেরা হতে চলেছে বাংলা।

Free Access

Related Articles