রাজ্যের খবর
Trending

মালদায় ফের প্রকাশ্য রাস্তায় শ্যুটআউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি…

Shootout on open road again in Malda, shot at businessman.

The Truth Of Bengal: মালদায় ফের প্রকাশ্য রাস্তায় শ্যুটআউট।মালদার ইংরেজবাজারের সুস্থানী মোড় এলাকার ঘটনা।প্লাস্টিক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। মোটরবাইকে চেপে আসার সময় পেছন থেকে গুলি করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী।

মালদহে শুট আউট। ভরদুপুরে শুটআউট ইংরেজবাজারের সুস্থানী মোড় এলাকায়। প্লাস্টিক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। প্লাস্টিক ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম। গুলিবিদ্ধ ব্যবসায়ী মালদার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে।  মোটরবাইকে চেপে আসার সময় পেছন থেকে গুলি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর। মোটরবাইকে একাই ছিলেন শফিকুল ইসলাম নামে ওই ব্যবসায়ী। গুলিবিদ্ধ ব্যবসায়ী সুজাপুরের বাসিন্দা। আনা হয়েছে মালদহের বেসরকারি হাসপাতালে।

ব্যবসাগত কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা তা জানার চেষ্টায় পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Free Access

Related Articles