চোট আঘাতের জর্জরিত বাগান শিবির, পাখির চোখ পরবর্তী ম্যাচ
Injury-plagued Bagan camp, bird's-eye view of next match,

The Truth Of Bengal: চোট আঘাতের জর্জরিত বাগান শিবির এগিয়ে গিয়েও কিছু ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে । সমস্যা যেন কিছুতেই কাটছে মোহনবাগানের।একজন খেলোয়াড় সুস্থ হলে আবার আর একজন চোটে কাবু হচ্ছেন । নানারকম কারণে মুম্ব্ই সিটি এফসির বিপক্ষে হারতে হয় মোহনবাগান কে । তবে পরবর্তী ম্যাচকে পাখির চোখ করেছেন কোচ জুয়ান ফেরান্দো। এর পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে । সেই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমর্থকদের দুঃখ ভোলাতে চাইছেন ।
চলতি isl এ ভালো ফর্মে থাকলেও মোহনবাগানকে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গত ম্যাচে হারতে হয়েছে। তাতে একটু চাপে পড়েছে কোচ জুয়ান ফেরান্দো । বছর শেষে সামর্থকদেরকে হাসিমুখে দেখতে চেয়েছিলেন তিনি। বছর শেষ ে আর একটা ম্যাচ রয়েছে মোহনবাগানের আর সেই ম্যাচ খেলতে চাইছেন বেশ ভালোভাবে ই । এর আগের ম্যাচে বেশ কয়েকবার লাল কার্ড দেখতে হয়েছে মোহনবাগান খেলোয়াড়দেরকে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটা বেশ ঘটনা বহুল ছিল। পরের ম্যাচটা যাতে ঠিকঠাক ভাবে খেলে জয়ের রথটা যাতে চলমান থাকে সেকারণে ভেবেচিন্তেই সেরা ১১ নির্বাচন করছেন। এই ম্যাচ ে বাগান শিবির কে দুই এক গোলে হারতে হয়েছিল। ২০২৩ থেকে ২০২৪ এর দিকে যাওয়ার পথে এই হার তা সমর্থকেরা মানতে পারছেন না তাই এবার লক্ষ্য এফসি গোয়ার বিরুদ্ধে বেশ কয়েক গোলে যেতে চাইছেন বাগান শিবিরের কর্তা। তাছাড়া মুম্বাই সিটি এফসি এর আগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে কোন গোল করতে পারেনি। সেখানে মোহনবাগানকে কিভাবে হারালো তা নিয়ে সমর্থকদের মধ্যে নানা রকম প্রশ্ন তৈরি হলেও সেই প্রশ্নকে আমল দিতে চাইছেন না খেলোয়ার থেকে কোচ কেউই । পাখির চোখ করে রাখছেন পরের ম্যাচটাকে । এফসি গোয়ার বিরুদ্ধে। এর আগের ম্যাচে একটা গোল ও শোধ করতে পারেনি মোহনবাগান। এই ম্যাচে মুহুর্মুহু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় । তার পাশাপাশি সাহাল এই ম্যাচে নামতে পারেনি তার চোট রয়েছে, ছিটকে গিয়েছেন সাহাল । তাকে বাদ দিয়ে কোচ জুয়ান ফেরেন্দোকে দল সাজাতে হয়েছিল। সালের চোটে বেশ ধাক্কা খেয়েছে বাগান শিবির। এদিন মোহনবাগানের কামিন্সই যে গোল করেন সেই গোলই রয়েছে। তাকে নিয়েই পরবর্তী ম্যাচের সেরা ১১ সাজাচ্ছে কোচ জুয়ান ফেরান্দো ।
Free Access