বিনোদন

লোকশিল্প নিয়ে আসছে সৌরভ-শ্রীতমা-খরাজের নতুন ছবি ‘নানা হে’

Sourav, Sritama’s upcoming movie shooting start

The Truth of Bengal: বাংলায় হারিয়ে যাওয়া বহু লোকশিল্পের মধ্যে উল্লেখযোগ্য লোকপালা ‘গম্ভীরা’। এই গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে। গম্ভীরা নৃত্যটি উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহ জেলা জুড়ে চৈত্র সংক্রান্তির উৎসবের সময় প্রদর্শিত হয়। মালদহের গম্ভীরার বিশেষত্ব হল মুখোশের ব্যবহার৷ স্থানীয় সূত্রধর সম্প্রদায় নিম এবং ডুমুর গাছের অংশবিশেষের সাহায্যে মুখোশগুলি তৈরি করে। সেই হারিয়ে যাওয়া শিল্পকে কেন্দ্র করে আসছে মোজোটেল এন্টারটেনমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন এবং বায়োস্কোপ ভেঞ্চারস এর নতুন সিনেমা “নানা হে”।

সম্প্রতি শুরু হল সিনেমার শুটিং। অভিনেতা সৌরভ দাস, শ্রীতমা দে ও খরাজ মুখোপাধ্যায় রয়েছেন এই ছবির মুখ্য চরিত্রে। অনান্য ক্যারেক্টরে রয়েছে বিমল গিরি, শ্রেয়া ভট্টাচার্য, অঞ্জন কাঞ্জিলাল, প্রল্লাদ সর্দার ও কাঞ্চনা মৈত্রর মতো অভিনেতারা। লোকশিল্পের পাশাপাশি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়ও তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। ছবিটি পরিচালনা করছেন অঞ্জনাভ রায় এবং সায়ন ব্যানার্জী।

ছবিতে খরাজ মুখার্জি একজন গম্ভীরা শিল্পী। চরিত্রটি ফরমায়েশ করা বানিজ্যিক গম্ভীরা করবেন না বলে  খানিকটা স্বেচ্ছা নির্বাসন নিয়ে নিজেকে গৃহবন্দী করে ফেলেছেন। তার কাছে হঠাৎই গম্ভীরার উপর গবেষণা মূলক কাজের জন্য শহর থেকে আসে একটি মেয়ে, যে চরিত্রে অভিনয় করছে শ্রীতমা দে। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ।

Free Access

Related Articles