রাজ্যের খবর

চারচাকা ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ১

1 dead, 1 injured in a head-on collision between a four-wheeler and a bike

The Truth Of Bengal : উত্তর ২৪ পরগনা বসিরহাটের বসিরহাট টাকি রোডের মধ্যমপুর স্কুল মাঠের সামনে পথ দুর্ঘটনা। স্করপিও ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বছর তেইশের হাসানুর গাজী।, স্থানীয় সূত্রে জানা যায় তার বাড়ি সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায়। ঘটনাস্থলের কিছু দূর আগে পার্শ্ববর্তী একটি পিকনিক স্পটে কাজ করতো ওই যুবক।

কাজের শেষে দুই যুবক গভীর রাত্রে বাড়ি ফিরছিল, হঠাৎই সামনের দিক থেকে আসা একটি স্করপিও সামনাসামনি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ঐ যুবকের জখম অবস্থায় আরো এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বসিরহাট থানার পুলিশের খবর দেয়, ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নতন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশমার্গে পাঠিয়েছে।

পাশাপাশি কি কারনে এই দুর্ঘটনা, ব্রেক ফেল করে? না মদ্যপ অবস্থা থাকার কারণে? না নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা? সবটাই তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ স্করপিও ও মোটরবাইক বসিরহাট থানায় নিয়ে আসা হয়েছে

Related Articles