রাজ্যের খবর

জোটে সমঝোতাই এখন মূল লক্ষ্য, আসন সমঝোতার ক্ষেত্রে বিলম্ব করতে রাজি নয় তৃণমূল

Conciliation in alliance is the main goal now, Trinamool is not willing to delay in seat reconciliation

The Truth Of Bengal : হাতে সময় বেশি নেই। তাই ইন্ডিয়া জোটের আসন সমঝোতার ক্ষেত্রে আর বিলম্ব করতে রাজি নয় তৃণমূল। মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তাই এই বিষয়েই সবচেয়ে বেশি জোর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমর প্রস্তাব গোটা দেশের ৫৪৩ আসনের মধ্যে কংগ্রেস একা লড়ুক ৩০০ আসনে। শরিকদের জন্য ছাড়া হোক বাকি ২৪৩ আসন। যে সব রাজ্যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী, সেসব রাজ্যে তাদের নেতৃত্ব ছেড়ে দেওয়া হোক।

বিধানসভার নিরিখে বাংলায় কংগ্রেস শূন্য, আবার লোকসভাতেও সাংসদ সংখ্যা মোটে দুই, তাই বাংলায় কংগ্রেসের জন্য ২টি আসন ছাড়বে তৃণমূল। বদলে অসম এবং মেঘালয়ে তৃণমূলের জন্য একটি করে আসন ছাড়ুক কংগ্রেস এমনই প্রস্তাব তৃণমূল নেত্রীর।

 

FREE ACCESS

Related Articles