রাজ্যের খবর
Trending
মালদায় ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা, অনুমান পুলিশের…
Hanging body found in Malda, suicide due to family unrest, police guess

The Truth Of Bengal: মালদায় এক টোটো চালকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।মঙ্গলবার ভোরে স্থানীয়দের নজরে পড়ে বট গাছে ঝুলন্ত দেহ। দ্রুত খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের।
ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর বাদলমনি উচ্চ বিদ্যালয় এর সামনে মহানন্দা নদীর ধারে একটি বটগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই টোটো চালক। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত টোটো চালকের নাম প্রশান্ত সরকার (৫৩)। বাড়ি মাধবনগর নিমতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজরা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা।
Free Access