দেশ

রাম মন্দির উদ্বোধনে চাঁদের হাট, আমন্ত্রিত শচীন, কোহলি, মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, অমিতাভ বচ্চনরা

Ram Mandir Inauguration

The Truth of Bengal: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছেন রাম মন্দির। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে। উদ্বোধন অনুষ্ঠানে সেদিন চদের হাঁট বসবে অযোধ্যায়। রাজনৈতিক জগতের বহু নামীদামি ব্যক্তিত্ব যেমন উপস্থিত থাকবেন, তেমনই আমন্ত্রণ জানানো হচ্ছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সম্মাননীয় ব্যক্তিদের।

রামমন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিতের সংখ্যা ৭ হাজারের বেশি। আমন্ত্রিতদের মধ্যে আছেন ৩ হাজার ভিআইপি। সেই তালিকায় কয়েকটি বর নাম হল শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, অমিতাভ বচ্চন। এছাড়া আরও অনেক বড় নাম আছে আমন্ত্রিতের তালিকায়। তাঁদের কাছ পাঠানো হচ্ছে আমন্ত্রণপত্র।

বিভিন্ন জগতের স্বনামধন্য ব্যক্তিদের যেমন আমন্ত্রণ জানানো হচ্ছে, তেমনই রাম মন্দির উদ্বোধনে থাকবেন এছাড়াও আরএসএস প্রধান মোহন ভাগবত, রামদেব, গোটা দেশের প্রায় ৪ হাজার ধর্মগুরু, বিখ্যাত লেখক, বিচারপতি, সাংবাদিক, বৈজ্ঞানিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মী, পদ্ম পুরস্কারপ্রাপ্তরা। বলা যেতেই পারে রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় বসতে চলেছে চাঁদের হাট।

রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে করসেবকদের পরিবারকে। ৯০ সালে পুলিশের গুলিতে যে ৫০জন করসেবক মারা গিয়েছিলেন,  তাঁদের পরিবারকে আমন্ত্রণ জানানো হচ্ছে। উদ্বোধন উপলক্ষে থাকছে এলাহি আয়োজন। যা নিয়ে এখন প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। নিরাপত্তার কড়াকড়ি থাকবে দেখার মতো। কয়েকটি স্তরে ভাগ করে গড়ে তোলা হবে নিরাপত্তাবলয়।

Related Articles