জিম্মি হত্যা করে চাপে ইসরায়েল, শুরু হয়েছে নতুন করে আলোচনা
Israel under pressure to kill hostages

The Truth Of Bengal : পণবন্দিদের মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা তিনজন পণবন্দিকে ‘ভুল করে’ নিজেরাই হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিষয়টি স্বীকার করেছে তারা। এ ঘটনায় বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটিতে। নিহত তিন ইসরায়েলি পণবন্দিদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া এলাকায় শুক্রবার অভিযানের সময় তাদের গুলিতে ওই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনাকে ‘অবর্ণনীয় দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, ‘এটা দুঃখজনক ভুল।’ গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে পণবন্দি করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা। মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখনো হামাসের কাছে ১৪০ জনের মতো পণবন্দি থাকতে পারে বলে ইসরায়েল জানিয়েছে। শনিবার ইসরায়েলের একজন সামরিক আধিকারিক বলেছেন, ভুল করে তিন পণবন্দিদের গুলি করে হত্যার সময় তাঁদের হাতে সাদা পতাকা ছিল। প্রাথমিক তদন্তের এমনটাই জানা গিয়েছে।
পণবন্দিদের হত্যার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই তেলআবিবে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়। প্রতিরক্ষা সদর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিক্ষোভকারিরা। পণবন্দিদের মুক্ত করতে হামাসের সঙ্গে আলোচনায় বসতে আগে থেকেই ইসরায়েলের ভেতর থেকে চাপ ছিল দেশটির সরকারের ওপর। তিন পণবন্দিকে হত্যার ঘটনার পর এ চাপ আরও বেড়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের রাজধানী অসলোতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়ার বৈঠক হবে। বৈঠকে পণবন্দিদের মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরুর কথা হবে।
FREE ACCESS