বিনোদন
অনুষার জীবনে এলো নতুন প্রেম! সোশ্যাল মিডিয়ায় কি তারই ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনুষা বিশ্বনাথনকে সম্প্রতি পরিচালক-অভিনেতা আদিত্য সেনগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। এই দুই তারকার প্রেমের গুঞ্জন ইতিমধ্যেই টলিপাড়ায় চাউর হয়ে গেছে।
অনুষার সঙ্গে আদিত্যর সম্পর্ক নিয়ে অনুষার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।”
অনুষা বর্তমানে ‘জল থই থই ভালবাসা’ সিরিয়ালে অভিনয় করছেন। এই সিরিয়ালটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও অনুষার হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে।
অন্যদিকে, আদিত্য বর্তমানে ‘চোখ কান বুজে’ সিরিয়ালে অভিনয় করছেন। এছাড়াও তিনি বেশ কিছু ছবি পরিচালনা করেছেন।