রাজ্যের খবর
Trending

পাহাড়ে প্রকৃতি চেনার পাঠ, ৬ দিন ব্যাপী শিবিরে থাকছেন ১১০ জন,

Annual Nature Lesson Camp organized by Nature and Adventure Society at Kalingpong

The Truth Of Bengal: নতুন প্রজন্মকে রিভার ক্রসিং,মাউন্টেনিং,রক ক্লাইম্বিংয়ের  প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাহাড়ের কোলে। নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির তরফ থেকে কালিংপংয়ে বাৎসরিক এই প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়েছে।২৬ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই শিবিরে অংশ নেবে ১১০জন।থাকবেন বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ারাও।

পাহাড়ের কোলে দেওয়া হচ্ছে পাহাড় চড়ার পাঠ। এমনিতেই পর্বতারোহণে বাঙালির জুড়ি মেলা ভার।এখন সেই রক  ক্লাইম্বিং হয়ে উঠছে অনেকের নেশা।প্রকৃতির প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে কিভাবে অভিযানে সাফল্য আনা যাবে তাই নিয়ে এবার কালিংপংয়ে শুরু  হয়েছে রিভার ক্রসিং.মাউন্টেনিং ও রক ক্লাইমবিংয়ের মতো ঝুঁকিপূর্ণ নানা প্রশিক্ষণ।যাঁরা জীবনের সাতপাঁচ না ভেবে চ্যালে়ঞ্জিং নানা অভিযানে যেতে চায় তাঁদের প্রশিক্ষণদানের জন্য এগিয়ে এসেছে নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি। ঠিক হয়েছে এই শিবিরে অংশ নেবেন ১১০জন পড়ুয়া,থাকবেন ৪০শতাংশ বিশেষ চাহিদাসম্পন্নরাও। মনোরম পরিবেশে শৈলশহরের অনন্য আবহে এই ২৩তম এই প্রকৃতি পাঠের আয়োজন করা হয়েছে।২৬ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত  ছ  দিনের এই প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়েছে কালিংপংয়ের মাকুমে। রিভার ক্রসিং, মাউনটেনিং, রক ক্লাইম্বিং এর পাশাপাশি পাখি, গাছপালা চেনানো এবং তাদের উপকারিতা শেখানো হবে।

প্রকৃতিকে চেনা, প্রকৃতিকে উপভোগ করা এবং প্রকৃতিকে রক্ষা করার শিবির হতে চলেছে।  বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের বিনা পয়সায় বিভিন্ন রকম কলা কৌশল শেখানো হবে  বলে উদ্যোক্তারা জানাচ্ছেন।প্রকৃতি পাঠ শিবিরে রিভার ক্রসিং, মাউনটেনিং, রক ক্লাইম্বিং এর পাশাপাশি পাখি, গাছপালা চেনানো এবং তাদের উপকারিতা শেখানো হবে।পাহাড়ের মতোই সমতলেও নবপ্রজন্মের অভিযানপ্রিয় পড়ুয়া এই প্রকৃতি পাঠে অংশ নিতে চান।অভিভাবকদের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি হয়েছে এই বিশেষ ক্যাম্পকে কেন্দ্র করে।

Free Access

Related Articles