রাজ্যের খবর

মালবাজারে স্কুলের পাশ থেকে উদ্ধার ব্রাউন সুগার, গ্রেফতার এক

Brown sugar recovered

The Truth of Bengal: মালবাজার পৌরসভার ১৪ নং ওয়ার্ডের প্রমোদনগর কলোনী এলাকায় স্কুলের পাশ থেকে ব্রাউন সুগার উদ্ধার করেছে মাল থানার পুলিশ। এ ঘটনায় উমেশ ছেত্রী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মাল থানার পুলিশ প্রমোদনগর কলোনী এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে উমেশ ছেত্রীর থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার। পরবর্তীতে ঘটনাস্থলে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় এক কেজি বলে জানা গেছে।

উমেশ ছেত্রী মালবাজারের অন্য এলাকার বাসিন্দা। তারপরেও গত প্রায় ছয় মাস থেকে তিনি প্রমোদনগর কলোনী এলাকায় ভাড়া থাকতেন। বিদ্যালয়ের পাশ থেকে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় উদ্বেগে পড়েছেন স্থানীয়রা।

বিদ্যালয়ের প্রিন্সিপাল দিলীপ সরকার বলেন, “মালবাজারের অন্য এলাকার বাসিন্দা হওয়ার পরেও কেন এখানে ভাড়া থাকতেন সেই ব্যাক্তি? তারমানে তার উদ্দেশ্যটা অন্যরকম।”মালবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

Related Articles