স্টেশনে দুই মহিলার চুলোচুলি! রেগে গিয়ে ছুরি এলোপাথাড়ি কোপ চালালো অভিযুক্ত
Hindmotor Station

The Truth of Bengal: হিন্দমোটর স্টেশনে মহিলার হাতে ছুরি দিয়ে আঘাত অপর এক মহিলার। আহতকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটক হামলাকারী। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে আগেও চুলোচুলি হয়েছিল তাদের। আজ সকালে হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তিনজন মহিলার মধ্যে বচসা শুরু হয়।
হঠাৎই একজন একটি ফলকাটা ছুরি বের করে আঘাত করেন এক মহিলাকে। কানে মুখে আঘাত লাগে রক্তাক্ত হন আক্রান্ত মহিলা। তড়িঘড়ি তাঁকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে আসে। জানা গিয়েছে, আক্রান্ত মহিলা রীমা সিং শ্রীরামপুরের বাসিন্দা এবং হামলাকারী করুনা দাস, কুন্তিঘাটের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায় জানান, মহিলারা ট্রেনের সহ যাত্রী। শ্রমিকের কাজ করেন। কয়েকিদন ধরে নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছিল। নিজেদের মধ্যে বচসা হয়েছে আগেও। ঘটনার প্রত্যক্ষদর্শী শম্ভু দাস বলেন, ওভার ব্রীজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিল। তিনজনের মধ্যে একজন ছুরি দিয়ে নাকে কানে আঘাত করে। রেল পুলিশ উত্তরপাড়া হাসপাতালে পৌঁছে দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছে।
Free Access