বিনোদন

এবার আন্তর্জাতিক স্তরে পুরস্কার পেতে চলেছে শাহরুখ খানের জওয়ান! তার সঙ্গে পুরস্কারের দৌড়ে আছে কারা?

 

অস্ট্রেলিয়ান সাবস্ক্রিপশন টেলিভিশন অ্যান্ড রেডিও অ্যাসোসিয়েশন (ASTRA)-এর ২০২৪ সালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা ফিচার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। এই বিভাগে শাহরুখের ছবির প্রতিদ্বন্দ্বীরা হলেন ফ্রান্সের ‘অ্যানাটমি অফ আ ফল’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, মেক্সিকোর ‘র‌্যাডিক্যাল’, স্পেনের ‘সোসাইটি অফ দ্য স্নো’, জার্মানির ‘দ্য টিচার্স লাউঞ্জ’।

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘জওয়ান’ ভারতীয় বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। মুক্তির দিনই ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছিল ছবিটি। এরপর একের পর এক রেকর্ড গড়েছে ‘জওয়ান’। শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ১,১৪৮ কোটি টাকা আয় করে ছবিটি।

‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি। এটি তার তৃতীয় ছবি। ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা এবং হিরণ। ছবিটিতে শাহরুখকে একজন স্পাই চরিত্রে দেখা গেছে।ASTRA পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

Related Articles