প্রযুক্তি

iPhone 16 সিরিজে থাকতে পারে AI ফিচার্স

iPhone 16 series may have AI features

The Truth Of Bengal, মৌ বসু : অ্যাপল জেনারেটিভ এআই স্পেসে পিছিয়ে আছে। তাই গুগল (Google) ও ওপেন এআই (OpenAI)-কে টক্কর দিতে মরিয়া টেক জায়ান্ট অ্যাপল। গত সেপ্টেম্বরেই লঞ্চ হয়েছে অ্যাপল iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে। অ্যাপলের আইফোনের পরবর্তী মডেলে কী কী ফিচার থাকতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে, iPhone 16 লাইনআপটি আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ বাজারে আসতে পারে। শোনা যাচ্ছে, আইফোন সিক্সটিন সিরিজের জন্য iOS 18 লোডেড সফ্টওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) ফিচার্স থাকতে পারে। একইসঙ্গে নয়া আইফোনে অত্যাধুনিক মাইক্রোফোনের সুবিধাও থাকবে।

অ্যাপল বিশেষজ্ঞ মিং-চি কুও জানিয়েছেন, আইফোন 16 সিরিজের ফোনে এআই সিরি পাওয়ারযুক্ত ফিচার থাকবে। সিরি ফিচার এবং স্পেসিফিকেশনগুলিকে শক্তিশালী করা এআই দ্বারা জেনারেট করা কনটেন্টের প্রচারের চাবিকাঠি হবে৷ আরো ভালো ভয়েজ এবং স্পিচ ইন্টিগ্রেশনের জন্য আপগ্রেড করা মাইক্রোফোনের ব্যবস্থা থাকবে।
উন্নততর সিগন্যাল-টু-নয়েজ রেশিও থাকবে। ভালো ওয়াটার রেজিট্যান্ট পাওয়ার থাকবে।

মিং-চি কুও আরও জানিয়েছেন, অ্যাপল তার সিরি টিমকে ঢেলে সাজিয়েছে জেনারেটিভ এআই ও এলএলএম (LLM) একসঙ্গে করার লক্ষ্যে। তবে, iPhone 16 সিরিজের আইফোনের দাম iPhone 15-এর তুলনায় ১০০ – ১৫০% বেশি হবে বলে মনে করা হচ্ছে।

 

FREE ACCESS

Related Articles