রাজ্যের খবর

ফের কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের সাফল্য

intelligence department success

The Truth of Bengal: ফের একবার সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়িতে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। এরপর দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হাতির দাঁত। এর পরেই দুজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম সোলেমান খা(২৮) ও রতন গোয়ালা(৩৫)। দুজনেই আসামের বাসিন্দা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই ধৃতদের কাছ থেকে ৭ কেজি ৩২০ গ্রাম ওজনের হাতির দাঁত উদ্ধার হয়েছে। এবং হাতির দাঁতের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১কোটি টাকা।

হাতির দাঁত উত্তরপ্রদেশের বারানসি থেকে নিয়ে আসা হয়েছিল এবং নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।

Related Articles