
The Truth of Bengal: সংসদে মহুয়ার পাশে দাঁড়িয়ে কি দল থেকে সাসপেন্ড হতে হলো বহু জন সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলি কে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে কংগ্রেসের অন্দরে। দল বিরোধী কাজের অভিযোগে তাকে সাসপেন্ড করে মায়াবতীর দল। সম্প্রতি সংসদে মহুয়া ইস্যুতে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদদের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায় বিএসপির সাংসদ দানিশ আলী কে। মাঝখানেক আগে তাকেই লোকসভার অন্তরে হেনস্থা করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিদুরী। আদিবাসী সম্প্রদায় নিয়ে বিদ্বেষ মূলক মন্তব্য করেন বিজেপির এই সাংসদ। তার বিরুদ্ধে এথিক্স কমিটি কোন ব্যবস্থা নেয় নি।
তার প্রতিবাদ জানিয়ে সংসদে কালো পোশাকে প্রতিবাদ জানায় দানিশ আলি। দানিশের সাসপেন্ড এর বিষয় স্পষ্ট না হলেও। রাজনৈতিক মহলের মতে অতীতেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়ে ছিলেন বিএসপির এই সংসদ তারপর মহুয়ার পাশে দাঁড়ানোর তার শাস্তির খাড়া নেবে এলো। মায়াবতী দলের তরফে জানানো হয়েছে দলের নীতি আদর্শ শৃংখলার বিরুদ্ধে মন্তব্য এবং কাজ করার জন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও তিনি দল বিরোধী কাজ করেছেন তাই তাকে সাসপেন্ড করা হলো দলের আদেশ মানতে তিনি বাধ্য, তাও উল্লেখ রয়েছে চিঠিতে।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌরার দলের সৈনিক ছিলেন দানিশ। ২০১৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌরার অনুমতি নিয়ে বিএসপিতে যোগদান করেন তিনি। গত লোকসভা নির্বাচনে আমরোহা থেকে টিকিট পান দানিশ আলী। বিজেপি র কানওয়ার সিং তানওয়ারকে ৬৩ হাজার ভোটে হারিয়ে আমরোহা কেন্দ্রের সাংসদ হন দানিশ। গত লোকসভা নির্বাচনের যে দল তার ওপর আস্থা রেখেছিল। সেই দলই আবার তাকে সাসপেন্ড করায় তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।