
The Truth of Bengal: শীত পড়তে না পড়তেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে নয়া সংক্রমণ। শীত মানেই সর্দি কাশি অবধারিত। কিন্তু এবার থেকে সর্দিকাশি হলে নিতে হবে বিশেষ সতর্কতা। জানিয়েছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা। সামান্য সর্দিকাশি নয়। একবার শুরু হলে তা থাকছে ১০০ দিন পর্যন্ত।
সর্দিকাশির পর দেখা দিচ্ছে নানা শারীরিক অস্বস্তি। ব্রিটেনে এই নয়া সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা। এই সর্দিকাশি ব্রিটেনে ১০০ দিনের কাশি নামে পরিচিত। টানা ৩ মাস পর্যন্ত সর্দিকাশি চলছে সংক্রমিত হওয়া রুগীদের। এই রোগের উপসর্গ গুলি হল প্রস্রাবে সমস্যা, হুপিং কাশি, পাঁজর ফুলে যাওয়া।
ব্রিটেনের স্বাস্থ্য দফতর জানিয়েছেন চলতি বছর এই সংক্রমণের পরিমাণ ২০২২ সালের চাইতে প্রায় ৩ গুন বেশি। জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৭১৬ জন এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলছে মানবদেহের ফুসফুসে। বিশেষজ্ঞরা শিশুদের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বনের কথা জানিয়েছেন।