প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে একইসঙ্গে একাধিক অ্যাকাউন্টে সুইচ করার সুবিধা

Ability to switch multiple accounts simultaneously on WhatsApp

The Truth Of Bengal, মৌ বসু : ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নয়া ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ। নয়া ফিচারের মাধ্যমে একইসময় একাধিক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করার সময় লগ আউট করতে সমস্যা হয়। এমন সমস্যা এড়ানোর জন্যই নয়া ফিচার আনল মেটা।
নয়া ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেতে হলে লগ আউট করতে হবে না। ২টি ফোন ব্যবহার করতে হবে না। ভুল জায়গায় মেসেজ পাঠানোর বিষয় চিন্তা করতে হবে না।
মার্ক জুকারবার্গ জানান, ‘হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহজে ব্যবহার করতে পারবেন। ২টি অ্যাকাউন্টের মধ্যে সুইচ করার প্রক্রিয়া সহজ। এবার থেকে একইসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাঁদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবন, বিভিন্ন সামাজিক চেনাশোনার দিকটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিচালনা করতে পারবেন।’ গত জুন থেকে এই নয়া ফিচার নিয়ে কাজ করছিল হোয়াটসঅ্যাপ।

লগ আউট না করেই কীভাবে ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে সুইচ করবেন?

নিজের প্রয়োজন অনুসারে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজের প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন আবার কয়েকটি সহজ স্টেপের মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্টে ফিরে যেতে পারেন।
১) আপনার অন্য একটি স্মার্টফোন বা সিমকার্ড থাকতে হবে। অথবা একটি ফোন যাতে মাল্টি সিম বা ই সিম ব্যবহার করা যায় এমন স্মার্টফোন থাকতে হবে।
২) হোয়াটসঅ্যাপ সেটিংস খুলে নিজের নামের পাশে অ্যারো বা তীর চিহ্নে ক্লিক করুন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন।
৩) সেট আপ হয়ে গেলে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে সুইচ করা যাবে। প্রতিটি অ্যাকাউন্টের গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস নিজের পছন্দ অনুযায়ী কন্ট্রোল করা যাবে।

 

FREE ACCESS

Related Articles