
The Truth of Bengal: চলচ্চিত্র উৎসবে এবার খেলা হবে। এই ভাবনা থেকেই রাখা হয়েছে নতুন বিভাগ গেম অন। সেখানে জায়গা করে নিয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাবাশ মিঠু, অভিষেক বচ্চনের ঘুমর ও তেলেগু ছবি জার্সি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের বায়োপিক হল সাবাশ মিঠু। সৃজিতের এই ছবিতে মিতালির ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু। ২০২২ সালে মুক্তি প্রাপ্ত এই ছবিতে মিতালির দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারকে ফ্রেম বন্দী করেছেন সৃজিত।
মিতালির ক্রিকেট জীবনের নানা উত্থান পতনের জীবন্ত দলিল এই বায়োপিকটি।এবার সেই জার্নির সাক্ষী হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাবাশ মিঠুর সঙ্গে এই বিভাগে দেখানো বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের নতুন ছবি ঘুমর। ছবির পরিচালক আর বালকি। হেরে যাওয়া এক ক্রিকেট কোচ ও এক উঠতি মহিলা ক্রিকেটারের জীবন কাহিনি নিয়ে এগিয়েছে এই ছবির চিত্রনাট্য। ছবিতে ক্রিকেট কোচ প্যাডির ভূমিকায় দুরন্ত অভিনয় করেছেন জুনিয়র বচ্চন এবং ভারতীয় মহিলা ক্রিকেটার আনিনার চরিত্রে দেখা যাবে সায়ামি খেরকে।
অনুপ্রেরণা মূলক এই ছবি সকলের ভাল লাগবে এমনটাই আশা উৎসবের উদ্যোক্তাদের। এই দুটি ছবি ছাড়াও দক্ষিণের জার্সি ছবিটিও থাকছে এবারের ফিল্ম উৎসবে। তেলেগু পরিচালক গৌতমের এই ছবিতে উঠে আসবে এক মেধাবী ছাত্র অর্জুনের ক্রিকেটার হয়ে ওঠার গল্প। এই তিনটি ছবিই রাধা স্টুডিওতে দেখানো হবে। আর সাবাশ মিঠু, ঘুমর বা জার্সি এই সবকটা ছবি খেলার উপর হলেও আদতে যে অনুপ্রেরণা মূলক তা বলা যেতেই পারে।