পাইলট ট্র্যাফিক জ্যামে আটকে পড়েছে বলে প্লেন ছাড়তে দেরি! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন কপিল শর্মা
মুম্বই থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের বিমানচালক যানজটে আটকে থাকায় বিমান ছাড়তে দেরি হয়। এতে বিমানযাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় বিমান সংস্থাকে তুলোধনা করেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা।
গতকাল (৩০ নভেম্বর) রাত ৮টায় বিমান ছাড়ার কথা ছিল। কিন্তু বিমানচালক সময়মতো পৌঁছাতে না পারায় বিমান ছাড়া হয়নি। বিমানের যাত্রীদের এয়ারপোর্ট লাউঞ্জে দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয়। ঘড়ির কাঁটা ৯টা পেরলেও বিমান ছাড়ার কোনো খবর নেই। এতে বিমানযাত্রীদের মধ্যে চরম অস্বস্তি দেখা দেয়।
বিমানের মধ্যে হুইলচেয়ারে বসা এক যাত্রীকেও দেখা যায়। একাধিক বয়স্ক যাত্রীদের বিমান ছেড়ে নেমে যেতে দেখা যায়। এমন হয়রানির জন্যই চটে যান কপিল শর্মা।
সোশ্যাল মিডিয়ায় কপিল শর্মা লিখেন, “নির্লজ্জ! পাইলটও যানজটে আটকে। একের পর এক মিথ্যাচার ফাজলামি হচ্ছে?” তিনি আরও লিখেন, “বিমানের ভেতরে হুইলচেয়ারে বসা যাত্রীকেও দেখা গেল। একাধিক বয়স্ক যাত্রীদের বিমান ছেড়ে নেমে যেতে দেখা গেল। এভাবে চলতে থাকলে বিমানযাত্রীরা আর বিমানে উঠবে না।” এই ঘটনায় বিমানযাত্রীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা বিমান সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।