রাজ্যের খবর

আরপিএফ কর্মীর তৎপরতায় ফের প্রাণ রক্ষা

RPF personnel

The Truth of Bengal: হাওড়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাওয়া এক মহিলা যাত্রীকে টেনে তুলে প্রাণ বাঁচালেন আরপিএফ কনস্টেবল এল কে বাউড়ি। এদিন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের চার নম্বর প্লাটফর্মে জ্বলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান আরামবাগের বাসিন্দা বছর চল্লিশের ফাতেমা খাতুন।

ঠিক তখনই সম্পূর্ণ বিষয়টি নজরে আসে কর্তব্যরত আরপিএফ কনস্টেবল এল কে বাউড়ির। চোখের নিমেষে নিজের জীবনের বাজি রেখে সেই মহিলাকে চলন্ত ট্রেনের নিচে পড়ে যাওয়ার সময় টেনে তুলে প্রাণ বাঁচান। পরবর্তীতে সেই মহিলাকে সেবা সুস্থতার পর গন্তব্যের উদ্দেশ্যের অন্য ট্রেনে পাঠানো হয়।

বারবার হাওড়া স্টেশনের এই একই ঘটনায় চিন্তিত রেল তথা আরপিএফ কর্মীরা। রেলের তরফ থেকে বারবার চলন্ত ট্রেনে দৌড়ে না ওঠার পরামর্শ দেওয়ার পরেও সচেতনতার অভাব বেশ কিছু যাত্রীর।

Related Articles