বিনোদন

গাঁটছড়া বাঁধতে চলেছেন সন্দীপ্তা, শুরু হয়েছে আইবুড়ে ভাত পর্ব

Sandipta Sen

The Truth of Bengal: টলিউডে এখন বিয়ের মরশুম। পরম-পিয়ার পর সৌম্য-দীপ্তা। সামনেই বিয়ের পিঁড়িতে বসবেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতি। পাত্র একটি প্রথম শাড়ির অতিথি প্লাটফর্মের কর্মকর্তা সৌম্য মুখোপাধ্যায়। এতদিনে এই পাত্র-পাত্রী তাদের সম্পর্কের খাতিরে বেশ চর্চায় ছিলেন। এবার আগামী ২রা ডিসেম্বর আংটি বদল পর্ব হতে চলেছে তাঁদের। আর ৭ তারিখ ছাদনা তলায় মালা বদল করবেন তাঁরা।

ইতিমধ্যেই শুরু হয়েছে কন্যার আইবুড়ো ভাত পর্ব। অভিনেত্রীর ইনস্টাগ্রামেও তারই ঝলক উঠে এসেছে। বৈদিক মতে মহিলা পুরোহিত দিয়ে বিয়ে হবে অভিনেত্রীর। যদিও এখনো বিয়ে কোথায় হচ্ছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। কারণ অভিনেত্রী নিজেই নারাজ সেই বিষয়ে এখনই মুখ খুলতে। সবটাই গোপনে রাখতে চান তিনি।

প্রসঙ্গত সন্দীপ্তার পাত্র অর্থাৎ সৌম্য প্রথম সারির একটি ওটিটি প্লাটফর্ম এর চিফ অপারেটিং অফিসার। বেশ কিছুদিনের সম্পর্ক তাদের। কখনোই দুজনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেনি। তবে বিয়ের তারিখ সামনে আসতেই অভিনেত্রীর ভক্তদের মধ্যে বেশ কিছু প্রশ্ন আসছে। তবে অভিনেত্রীর বিয়ে নিয়ে আর কি কি চমক রয়েছে তাঁর ভক্তদের জন্য সে কথা বলবে সময়ই।

Related Articles