রাজ্যের খবর

দিনে-দুপুরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে লেপার্ড! আতঙ্কিত স্থানীয় বাসিন্দা

Leopard capture operation in Dooars

The Truth of Bengal: দিন-দুপুরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে লেপার্ড। খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন। ডুয়ার্সের মেটেলি ব্লকের আপার চালসা রেলস্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। জানা যায়, এদিন স্থানীয় বাসিন্দা নরবাহাদুর শেরপা বাড়ির পাশে কাজ করার সময় ঝোপের মধ্যে একটি লেপার্ডকে দেখতে পান। লেপাডর্টি ওই ব্যক্তির উপর আক্রমণের চেষ্টাও করে।

কিন্তু সাহস করে তিনি হাতে থাকা খুকরি দিয়ে চিৎকার করলে লেপার্ডটি ভয়ে ফের ঝোপের মধ্যে পালিয়ে যায়। খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় চালসা রেঞ্জ ও খুনিয়া স্কোয়াডের বন কর্মীদের। খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে এলাকায় লেপার্ডের খোঁজে তল্লাশি চালালেও তার কোনো হদিস পায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগেও চালসার ডিইসি পাড়ায় একটি বাড়িতে ঢুকে বাছুরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে লেপার্ড। জনবহুল চালসা এলাকায় দিনের পর দিন লেপার্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এলাকার জনগণ লেপার্ড ধরতে এলাকায় বনদপ্তরের তরফে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন। বনদফতরের খুনিয়া স্কোয়ার সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ লিখিতভাবে খাঁচার জন্য আবেদন জানালে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Free Access

Related Articles