রাজ্যের খবর

সুন্দরবনে শুরু হল বাঘ গণনার জন্য ক্যামেরা বসানোর কাজ

The installation of cameras for tiger counting has started in the Sundarbans

The Truth of Bengal:  সুন্দরবনে বাঘগণনার কাজ শুরু হল। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পাশাপাশি লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা বনভূমিতেও শুরু হয়েছে আদামসুমারির কাজ। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র-অধিকর্তা (ডেপুটি ফিল্ড ডিরেক্টর) জোন্স জাস্টিন প্রথম ধাপে পুরো ব্যাঘ্রপ্রকল্প এবং দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের নির্বাচিত কয়েকটি অংশে বসানো হয় ট্র্যাপ ক্যামেরা।

পরবর্তী পর্যায়ে অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অন্তর্গত অন্য বাদাবন অঞ্চলগুলিতে ট্র্যাপ ক্যামেরা। চূড়ান্ত পর্বে প্রতিটি ছবি মিলিয়ে শরীরের ডোরাকাটা দাগের ধরন দেখে প্রত্যেক বাঘকে আলাদা ভাবে শনাক্ত করা হবে।

জানা যাবে বাঘের প্রকৃত সংখ্যা। যা ২০২৪ সালে বাঘ গণনার কাজে সবচেয়ে রেকর্ড ভাঙবে বলে এটাই দাবি করছে বন বিভাগের আধিকারিকরা!

Free Access

Related Articles