অফবিট

সাধারণ বাইসাইকেলকে বৈদ্যুতিক সাইকেলের রূপ দিলেন চুরাশির ‘যুবক’ মুন্সিরাম

Bicycle

The Truth of Bengal,Mou Basu: ৮৪ বছর সংখ্যা মাত্র জম্মু-কাশ্মীরের উধমপুরের বাসিন্দা মুন্সিরামের কাছে। এই বয়সেই তিনি তাক লাগিয়ে দিয়েছেন। সৌরশক্তির সাহায্যে একটি সাধারণ বাইসাইকেলকে তিনি ই-সাইকেল বা বৈদ্যুতিক সাইকেলে রূপ দিয়েছেন।সারা পৃথিবীতেই ইলেকট্রনিক বর্জ্য নিষ্কাশন অর্থাৎ বাতিল বৈদ্যুতিক জিনিসপত্র দিয়ে কী করা হবে তা নিয়ে প্রচুর চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ, টন টন এসব বৈদ্যুতিক বর্জ্য জমা হয়ে পরিবেশ দূষিত করছে।
সেখানেও পথ দেখিয়েছেন উধমপুরের বাসিন্দা মুন্সিরাম।

ল্যাপটপের ব্যাটারি ও বৈদ্যুতিক বর্জ্য দিয়ে এই ই-বাইক তৈরি করেছেন মুন্সিরাম। পরিবেশবান্ধব এই বাইকের ব্যাটারি সৌরশক্তির সাহায্যে চার্জ দিতে নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়েছেন মুন্সিরাম।কেন এমন অভিনব বৈদ্যুতিক বাইক তৈরির ভাবনা মাথায় এল?মুন্সিরাম জানান, অনেককে দেখি পুরোনো টিভি, ল্যাপটপ, ফোনের মতো বৈদ্যুতিক জিনিসপত্র নির্বিচারে এদিক ওদিক ফেলে দিচ্ছে।

একবারও ভাবছে না এতে পরিবেশের কত ক্ষতি হচ্ছে। ভাবের ঘরে চুরি করে আর কতদিন কাটাব? এসব বৈদ্যুতিক বর্জ্য মাটিতে মিশে পরিবেশ দূষিত করছে। সুস্থ পরিবেশ গড়তে আমাদেরই উদ্যোগ নিতে হবে। তাই পুরোনো ব্যাটারি পুনরায় ব্যবহারের উপায় বের করতে হবে। আমি বরাবরই আত্মনির্ভরশীল। উধমপুর শহর থেকে ৩১ কিমি দূরে আমার পৈতৃক ভিটে। সেখানে যাতায়াতের অসুবিধা। তাই সহজে যাতে নিজের পৈতৃক ভিটেতে যেতে পারি সেজন্য সৌরশক্তিতে চালিত বৈদ্যুতিক বাইক তৈরি করেছি।

Related Articles