দেশ

চাঞ্চল্যকর খবর! তাজ হোটেলের ১৫ লক্ষ অতিথির তথ্য হ্যাকারদের হাতে

taj hotels data breach may have exposed 1.5 million customers

The Truth of Bengal: চুরি গিয়েছে তাজ হোটেলের ১৫ লক্ষ ‘অতিথি’র ব্যক্তিগত তথ্য! এমনই বিস্ফোরক দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইকনোমিক টাইমসে’র। এমাসের গোড়াতেই ওই তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রকাশিত প্রতিবেদনের দাবি, বিষয়টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, ‘ডিএনএকুকিজ’ নামের এক ইউজার সম্পূর্ণ তথ্য বিক্রি করতে ৫ হাজার ডলার চেয়েছে! ওই তথ্যের মধ্যে রয়েছে, ঠিকানা, মেম্বারশিপ আইডি, মোবাইল নম্বর ও আরও ব্যক্তিগত তথ্য। ওই তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে যে অতিথিরা এসেছিলেন, তাঁদের ডেটাই হাতিয়ে নিয়েছেন হ্যাকাররা।

জানা গিয়েছে, ৫ নভেম্বর তাজ হোটেলের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছিল। হ্যাকারদের শর্ত অনুযায়ী এই তথ্য ফেরত পেতে হোটেল কর্তৃপক্ষকে 5 হাজার ডলার ও তিনটি শর্তও পূরণ করতে হবে। তবে তাজ হোটেলস গ্রুপ জানিয়েছে, চিন্তার কিছু নেই। কর্তৃরক্ষ বিষয়টি তদন্ত করছে, গ্রাহকের তথ্য নিরাপদ আছে। এই পরিস্থিতি সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলিকেও জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত ৫ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞাপন দেয় অভিযুক্ত। সেই সঙ্গে ১ হাজার সারি তথ্য ‘নমুনা’ হিসেবেও দেয়। এক সাইবার ক্রাইম চোরাবাজার ‘ব্রিচফোরামসে’ এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বলে দাবি। আর অর্থের বিনিময়ে তথ্য ফিরিয়ে দিতে তিনটি শর্তও আরোপ করেছে সে। যার মধ্যে অন্যতম হল, কোনও এক মধ্যস্থতাকারীকে প্রয়োজন, যার সঙ্গে এই সংক্রান্ত কথা চালানো হবে। দ্বিতীয় দাবিতে খুচরো তথ্য দেবে না বলে জানিয়েছে সাইবার ক্রিমিনালরা। তৃতীয় শর্তে বলা হয়েছে, টাজ হোটলসের তাদের কাছে তথ্যের নমুনা চাওয়া ঠিক হবে না। এই হ্যাকাররা 5 নভেম্বর 1000 কলাম এন্ট্রি সহ ডেটা ফাঁস করেছিল।

এই পরিস্থিতিতে তাজ গ্রুপ পরিচালনাকারী ‘ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডে’র এক মুখপাত্র জানিয়েছেন, ”আমরা জানতে পেরেছি কেউ একজন সীমিত গ্রাহকদের তথ্য হাতানোর দাবি করছে, যেটা অসংবেদনশীল প্রকৃতির। গ্রাহকদের তথ্যের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে ইতিমধ্যেই জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Free Access

Related Articles