কলকাতাভ্রমণরাজ্যের খবর
Trending

বেনারসের দেব দীপাবলির স্বাদ পেতে চান? তাও আবার কলকাতায় বসে? শহরে এবার দেব দীপাবলি

Dev Dipavali Kolkata

The Truth Of Bengal: “অন্ধকারের ওপর আলোর বিজয়, মন্দের ওপর ভালোর, এবং অজ্ঞতার ওপর জ্ঞানের প্রতীক” এই দেব দীপাবলী উত্সব।বারাণসীর ধাঁচে কলকাতার গঙ্গারঘাটে আয়োজন করা হচ্ছে দেব দীপাবলী।গঙ্গারতীর মতোই এই প্রদীপ জ্বালিয়ে ধর্মীয় আচার মানার আলাদা আবেগ দেখা যাচ্ছে। ২৬-২৭ নভেম্বর বাজা কদমতলা ঘাটে এই উত্সবের আয়োজন করা হবে ।  কলাকাতায় এই দেব দীপাবলী উত্সবের আয়োজন,সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্যকে আরও একবার আলোকিত করবে বলে অনেকের বিশ্বাস।

কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে আয়োজন করা হয় দেব দীপাবলী।বারাণসীতে এই উত্সবের সমারোহ ধর্মীয় পর্যটনের গুরুত্ব বাড়িয়েছে।প্রধানতঃ হিন্দুদের প্রদীপ প্রজ্বলনের পরম্পরাকে রক্ষা করে দেবতাদের আর্শীবাদ মেলার প্রার্থনা করা হয়। দীপাবলীর ১৫দিন পর এই বিশেষ উত্সব হয়।  বারাণসীর পুণ্য ভূমিতে আলোকশিখা জ্বালিয়ে  গঙ্গার তীরে দেশ –বিদেশের ভক্তরা আগামীর উজ্বল ভবিষ্যত কামনা করেন।এবার সেই বারাণসীর ধাঁচেই কলকাতার গঙ্গারপারেও দেব দীপাবলী উত্সবের আয়োজন করা হয়েছে।২৬ও ২৭ নভেম্বর সন্ধ্যায় বাজাকদমতলা ঘাট সহ সংলগ্ন এলাকায় উত্সবের আয়োজন করা হয়েছে।  গঙ্গা   সমস্ত ঘাটের সিঁড়িতে দশ লক্ষেরও বেশি মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।  বাজা কদমতলা ঘাটে যেখানে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় সেখানেই হবে এই দেব দীপাবলি।

ঐতিহ্যবাহী  এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রিন্সেপ ঘাট থেকে বিবাদী বাগ পর্যন্ত গঙ্গাপারকে  রঙিন আলোয় মুড়ে ফেলা হচ্ছে।হাতে সময় কম।একদিন পরেই রঙীন উত্সবের আলোর ঝরণা ধারা দেখা যাবে।গঙ্গার ঘাটে উত্সবপ্রেমীদের ভিড় বাড়বে।তাই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের মন ভরিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার তরফে।সুর-ছন্দে যাতে অনুষ্ঠান মনোময় হয় তারজন্য আয়োজনে আলাদা তত্পরতা দেখা যাচ্ছে।স্রোতসিনী গঙ্গার পবিত্র ছোঁয়া আর প্রদীপের মাধ্যমে মন্দ দূর করে শুভশক্তির আগমনের প্রার্থনা ভক্তমহলকে জাগিয়ে তুলেছে।আশা করা হচ্ছে এই ধর্মীয় রীতিকে সামনে রেখে তিলোত্তমায় এই সাংস্কৃতিক মেলবন্ধন ভিনরাজ্যের  ভক্তদের মনজয় করবে বলে আশায় আয়োজকরা।

 

Related Articles