খেলা

ঘরের ফেরার স্বাদ নাইট রাইডার্সের, ছ’বছর পর ফিরলেন গম্ভীর

Gautam Gambhir

The Truth of Bengal: ঠিক যেন ঘরের ছেলের ঘরে ফেরা । নাইট রাইডার্সে ফিরলেনন গম্ভীর।  কেকেআরের তরফে অফিসিয়ালি গম্ভীরের নতুন দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর ঘরের ছেলের  ঘরে ফেরায় উচ্ছ্বাসে ভাসছেন কেকেআর সমর্থকেরা। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম গম্ভীর। এই সময় ২ বার আইপিএল জিতেছে কেকেআর।  প্লে অফে গেছে ৫ বার। গৌতম নিজেও ভীষণ  খুশি । তিনি সাবেক টুইটার তথা এখনকার এক্স এ জানিয়েছেন , এমনিতে তিনি খুব একটা আবেগী মানুষ না হলেও এই সম্মানে তিনি সত্যিই আপ্লুত।

যেখান থেকে শুরু হয়েছিল, সেখানেই আবার ফিরে এলাম। গম্ভীর জানিয়েছেন , তিনি  একেবারেই ইমোশনাল লোক নন । আবারও ওই বেগুনি এবং সোনালি জার্সি পরার কথা ভেবে আমার হৃদয়ে আগুন জ্বলছে। আমি শুধুমাত্র কেকেআরে ফিরে আসছি না। আমি সিটি অব জয়ে ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি ক্ষুধার্ত। আমি নম্বর ২৩ ।  আমি কেকেআর। ২৪ এর আইপিএলের কথি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নাইট রাইডার্স যে এবার দারুন পারফরম্যান্স করবে তা বলায় বাহুল্য ।

কেকেআর মালিক শাহরুখ খান বলেছেন,  গৌতম সবসময়ে  কেকেআর পরিবারের অঙ্গ ছিল্ই । এবারে আমাদের ক্য়াপ্টেন অন্য় অবতারে ফিরছে। ও এবারে কেকেআরের মেন্টর। ওকে আমরা প্রচণ্ড মিস করেছি। সঙ্গে ট্রফির করার বিষয় ও তুলে ধরেছে শাহরুখ । বলেছেন ,  বিগত ন’বছর কলকাতা ট্রফি পায়নি। এবারে যে ট্রফির খড়া কাটবে সেদিকেই ঈঙ্গিত  করেছেন শাহরুখ । কারণ  আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএল নিলাম। সেই টেবিলে গম্ভীর  থাকবেন বলে জানিয়েছেন  শাহরুখ।

Free Access

Related Articles