কলকাতায় মেট্রোয় আত্মহত্যা চেষ্টা, আপ-ডাউন লাইনে চলাচল বন্ধ
Suicide attempt in Kolkata metro, movement stopped on up-down line

The Truth Of Bengal : সকালে কলকাতার মেট্রোয় আত্মহত্যা চেষ্টার ঘটনায় আপ-ডাউন দুই লাইনেই চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবীন্দ্র সরোবর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে এক ব্যক্তি মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।
এ ঘটনার জেরে আপাতত আপ ও ডাউন উভয় লাইনেই মেট্রো চলাচল বন্ধ রয়েছে। রবীন্দ্র সদন স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত আপাতত কোনও পরিষেবা চলছে না। দমদম থেকে কোনও মেট্রো পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ উগরে দিচ্ছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আত্মহত্যা চেষ্টাকারী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে, আত্মহত্যা চেষ্টাকারী ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
FREE ACCESS