
The Truth of Bengal: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজার হাসপাতাল। সামান্যতম উত্তাপ জায়গায় সদ্যজাত শিশুদের জড় করে রাখা হয়েছে । নেই জল, জ্বালানি, বিদ্যুৎ। গাজা জুড়ে হাহাকার পরিস্থিতি। হামাস ও ইজরায়েল সংঘাতে আহত গাজার আম জনতা চিকিৎসাটুকুও পাচ্ছেন না। গণকবর দেওয়া হচ্ছে গাজার আল শিফা হাসপাতালে।
এবার সেই গণকবর থেকে শয়ে শয়ে লাশ তুলে নিয়ে গেল ইজরায়েল। এই সংবাদ নিশ্চিত করেছে গাজার সরকারি সংবাদমাধ্যমের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা। এর আগে আল শিফা হাসপাতালে মরদেহগুলি অন্তিম সৎকারে বাধা দিয়েছিল ইজরায়েল। তারা জানিয়েছিলেন এই মুহূর্তে মরদেহ হাসপাতাল চত্বরে জমিয়ে রাখতে।
তবে হাসপাতালের ভিতরে শয়ে শয়ে লাশ রাখার জায়গা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে অন্তিম সৎকারের জন্য গণকবর দিতে বাধ্য হয়। সেই কবর থেকে বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে একের পর এক মরদেহ বের করে ইজরায়েল সরকার। এখনও পর্যন্ত বেশ কিছু হাসপাতাল কর্মী ও আহতরা ভর্তি রয়েছে এই হাসপাতালে।