
The Truth of Bengal: সনাতন রীতিতে প্রদীপের আলাদা মাহাত্ম্য রয়েছে। দেবদেবীর পুজোর সময় জ্বালানো হয় প্রদীপ। প্রত্যেকের বাড়িতে সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানোরও রীতিও দেখা যায়। আর সেই ঐতিহ্যের প্রবাহ বজায় রেখে এখনও বীরভূমের কোটাসুরে জ্বলছে প্রদীপ।কথিত আছে মহাভারতের যুগের এই প্রদীপের আলাদা পৌরানিক গুরুত্ব আছে। পঞ্চপান্ডব ও দেবী কুন্তি যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তাঁরা বিশালাকার প্রদীপ দিয়েই পুজো দেন তাঁরা।
পুজো দেওয়া হয় কোটাসুরের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব মদনেশ্বরকে। মাঝখানে সেই প্রদীপ জ্বালানোর প্রথা রদ হয়।পরে উদ্যোগী যুবকরা প্রদীপ প্রজ্বলনে উদ্যম নেন। সেই অনুযায়ী, মহাভারতের সংস্কৃতির অঙ্গ হিসেবে আবার জ্বলছে প্রদীপ,সেই মদনেশ্বর শিব মন্দির চত্বরে। কয়েক লিটার তেল ঢেলে জ্বালানো হয়েছে পরম্পরার ধারা মেনে জ্বলে যাওয়া প্রদীপ ।ঝড় বৃষ্টি ও প্রখর রোদের মধ্যে পড়ে রয়েছে এই প্রদীপ। সেই কারণে এই প্রদীপের বিভিন্ন অংশ ক্ষয় হয়েছে।
তবুও মহাভারতের যুগের স্মৃতি বাঁচিয়ে রাখতে প্রদীপ সংরক্ষণের দাবি তুলেছেন গ্রামবাসীরা।যদি প্রদীপ সংরক্ষণ করা যায় তাহলে হয়তো যেটুকু ক্ষত পড়েছে সেই ক্ষত সরিয়ে আরো কয়েক যুগ প্রজন্ম ধরে ইতিহাসের সাক্ষী বহনকারী এই মহাভারত যুগের প্রদীপ , কয়েক প্রজন্মের মানুষ হয়তো দেখতে পাবে। প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের শিখা বাঁচিয়ে রাখতে গ্রামবাসীদের আন্তরিকতার যে অভাব নেই তা বলাই যায়।
Free Access