রাজ্যের খবর

পূর্ব বর্ধমানে নিয়োগ আশাকর্মী, বেতন মাসে ১৫ হাজার টাকা

Recruitment in East Burdwan aspirant, salary 15 thousand taka per month

The Truth Of Bengal, Mou Basu : পূর্ব বর্ধমানের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমানের ৪টি মহকুমায় চুক্তিভিত্তিক ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশাকর্মী) নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৭। ২৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এক বছরের জন্য চাকরিতে নিয়োগ করা হবে। বেতন মাসে ১৫ হাজার টাকা। মাসে মাসে অতিরিক্ত ভাতা বাবদ ১৮০০ টাকা করে দেওয়া হবে।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

সদর (উত্তর) এর ৫টি মহকুমার জন্য মোট শূন্যপদ ৮টি। এরমধ্যে অসংরক্ষিত ৪টি পদ। সদর (দক্ষিণ) এর ৫টি মহকুমার জন্য মোট শূন্যপদ ৬টি। এরমধ্যে অসংরক্ষিত ৩টি শূন্যপদ। কালনা মহকুমার ১টি ব্লকে মোট শূন্যপদ ১টি (অসংরক্ষিত)। কাটোয়া মহকুমার ৫টি ব্লকের মোট শূন্যপদ ২টি। এরমধ্যে অসংরক্ষিত আসন ১টি।

শিক্ষাগত যোগ্যতা : সোশ্যাল সায়েন্স/সমাজবিদ্যা/সোশ্যাল অ্যানথ্রোপলজি/এমএসডব্লিউ/এমবিএ/অর্থনীতি/গ্রামোন্নয়ন/মাস কমিউনিকেশন নিয়ে স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি যে কোনো শাখায়। স্বাস্থ্য ক্ষেত্রের প্রকল্পে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আশাকর্মী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে সেই চাকরিপ্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস আর ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে। কঠোর পরিশ্রম আর কমিউনিকেশন স্কিল আবশ্যক। অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হবে। যে মহকুমায় চাকরির আবেদন করবেন সংশ্লিষ্ট মহকুমায় বাসিন্দা হওয়া আবশ্যক।

বয়সসীমা : ২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড় দেওয়া হবে। ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হবে।

আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটেসটেড ছবি, অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটেসটেড প্রতিলিপি, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা জন্মের শংসাপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষার মার্কশিট, কম্পিউটার প্রোগ্রামের শংসাপত্র, ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড /রেশন কার্ডের প্রতিলিপি, জাতিগত শংসাপত্র, স্বাস্থ্য প্রকল্পে কাজের অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় শংসাপত্র, ১০ টাকার স্ট্যাম্প লাগানো সেলফ অ্যাটেসটেড করা খাম দিতে হবে। খামের বাঁদিকে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছেন।

কীভাবে আবেদনপত্র জমা দিতে হবে

ডাকযোগে অথবা ৪টি মহকুমার মহকুমাশাসকের দফতরে ২৪ নভেম্বর বেলা ৩টের মধ্যে নির্দিষ্ট বাক্সে গিয়ে জমা দিতে হবে। নথিপত্র যাচাইয়ের পর ৬ ডিসেম্বর স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট “www.wbhealth.gov.in” ও পূর্ব বর্ধমানের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট “www.purbabardhaman.nic.in” –এ বাছাই করা চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। তারপর সেই সব চাকরিপ্রার্থীদের কম্পিউটার ও লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।

 

FREE ACCESS

Related Articles