
The Truth of Bengal: দৃশ্যদূষণ রুখতে কলকাতা পুরসভা আরও সচেতন।উত্সবের জন্য রাস্তায় যেসব হোর্ডিং লাগানো হয়েছিল,সেগুলো খুলে ফেলতে চায় পুরসভা। প্যান্ডেলের জন্য লাগানো বাঁশও খুলে নেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। যত্রতত্র লাগানো বাঁশ না খুললে তা বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
বিশ্ববাংলা শিল্প সম্মেলনের আগে শহরের সৌন্দর্যায়নেও নজর দিচ্ছে প্রশাসন। পরিবেশ বিভাগে লোকজনের অভাব রয়েছে। শহরে অনেক জায়গায় হোর্ডিং রয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে অভিযানে নামবে কলকাতা পৌর সংস্থার কর্মীরা। সবাইকে সমস্ত বাঁশ খুলে নিতে হবে নাহলে সেটা বাজেয়াপ্ত করা হবে বলে জানান মেয়র।
তিনি বলেন যে পরিবেশ রক্ষায় মিস্ট ক্যানন চালু করতে হবে। তবে একজন আধিকারিক জানান যে গ্রীন ট্রাইব্যুনাল থেকে মিস্ট ক্যানন বন্ধ রাখতে হবে। মেয়র বলেন যে জায়গায় এয়ার কোয়ালিটি খুব খারাপ সেখানে মিস্ট ক্যানন চালাতে হবে
Free Access