কলকাতা

ভোটে নিহতদের পরিবারকে চাকরি, সিলমোহর মন্ত্রিসভার বৈঠকে

Nabanna Meeting

The Truth of Bengal: আগেই চাকরি দেওয়া কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুক্রবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত ভোটের সময় হিংসার বলি হওয়া ১৯ জনের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার নবান্নের সচিবালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিসভার বৈঠকের কথা জানানো হয়। এদিন বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রীর পাশাপাশি প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কয়েক মাস আগে হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় যে ১৯ জন নিহত হয়েছিলেন।

তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যারা মারা গিয়েছেন তাদের পরিবারের একজন করে চাকরি দেওয়া হবে। এরপর শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সেই সরকারি চাকরি দেওয়ার বিষয়ে সিলমোহর দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের একজন করে চাকরি পাবেন। এবার চাকরির যে সব প্রক্রিয়া করার কথা তা নিয়ম অনুযায়ী শুরু হবে। চাকরিপ্রাপক হিসেবে নিহতদের পরিবারের লোকজনদের যা যা যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এছাড়াও ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোয় মন্ত্রীদের নিজের নিজের জেলায় নজর রাখতে বলা হয়েছে। কোনও অঘটন এড়াতে পুলিশ-প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ছট পুজোতে সমস্ত ঘাট পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ঘাটে ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। অন্যদিকে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসন্ন। সেই বাণিজ্য সম্মেলনে যে সব মন্ত্রী আমন্ত্রণ পাবেন তারা ছাড়া বাকি মন্ত্রীরা যেন নিজের নিজের জেলায় থাকেন। এদিন বৈঠকে এই নির্দেশও দেওয়া হয়েছে।

Related Articles