কলকাতা

শুক্রবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

Nabanna

The Truth of Bengal: আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। এর আগে শেষবার ৮ অক্টোবর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী।

১০ দিনের ব্যবধানে ফের একবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়াও স্বরাষ্ট্রসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, পার্বত্য-বিষয়ক দফতর, অর্থ দফতরের ভূমি সংস্কার মহাধ্যক্ষ, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক বসেছিল। মুখ্যমন্ত্রীর পায়ে চোটের কারণে তাঁর কালীঘাটের বাড়িতে বসেছিল বৈঠক। এরপর ৮ অক্টোবর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। এবার ফের ১৭ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles