পাক সীমান্ত লাগোয়া এলাকা থেকে উদ্ধার ‘মেড ইন চায়না’ ড্রোন
China Drone recoverd in India pakistan border

The Truth of Bengal: ভারত সীমান্তে চিনা ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে পাকিস্তান। সেনা সূত্রে জানা গিয়েছে, অমৃতসরের নেস্তা গ্রাম থেকে একটি ড্রোন উদ্ধার হয়েছে। অনন্তনাগের ঘটনার পরে জঙ্গি তৎপরতা বেড়েছে জম্মু-কাশ্মীর সীমান্তে। গোয়ান্দাদের অনুমান, ভারত সীমান্তে চিনা ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে পাকিস্তান। ঘটনার নেপথ্যে কি রয়েছে নাশকতার ছক?
গোপনসূত্রে জানা যাচ্ছে, রবিবার সকাল ৯টা ৪৫ নাগাদ গ্রামে টহল দেওয়ার সময় ড্রোনটি পুলিশ ও বিএসএফের যৌথ দলের নজরে আসে। একটি খামারের মাঠে সেটি পড়েছিল বলে জানা গিয়েছে। গত শুক্রবার তারন জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে চিনে তৈরি একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করেছিল বিএসএফ। ফের ড্রোন উদ্ধারের ঘটনায় সীমান্তগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে সেনার তরফে। সতর্ক পুলিশও।
তবে কেন ড্রোন ব্যবহার করা হয়েছিল, মাদক পাচার না নাশকতা জন্য, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, গতকাল আলিগড় বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রকে সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গির সন্দেহে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, গোটা ভারতে হামলার ছক ছিল অভিযুক্তদের। অন্যদিকে শুক্রবার সাত ইসলামিক স্টেট জঙ্গির বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে অফিসাররা।
Free Access