
The Truth of Bengal: ৫ নভেম্বর ইডেনে ছিল বিশ্বকাপের ম্যাচ ছিল । সঙ্গে ছিলবিরাটের জন্মদিন । শুধু ম্যাচ নয় সঙ্গে বিরাটের জন্মদিন নিয়েও আমজনতার মধ্যে ছিল বেশ উন্মাদনা । গোটা স্টেডিয়াম প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলে নি। দর্শকদের গিফট দিতে ভোলেনি দর্শকেরা । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছেন দুরন্ত শতরান। তাঁর ১২১ বলে ১০১ নট-আউটের ইনিংস কঠিন পিচে ভারতকে পৌঁছে দিয়েছে ৩২৬ রানে। বিরাটের জন্মদিন বিশেষ করে রাখতে নানান কর্মসূচির আয়োজন করেছিলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ।
ভাবনায় ছিলো আতসবাজি, লেসার আলোর প্রদর্শনীর দ্বারা বিরাট ভাবে বিরাটের জন্মদিন পালিত হবে । কিন্তু সেসব হয়নি । তবে সিএবি নিরাশ ও করেনি । দিয়েছে সোনার ব্যাট । সঙ্গে শতরান করে গোটা ইডেনকে মাতিয়ে তোলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই শতরানের ছবি বসালো সিএবি। ক্লাব হাউসের বাইরে সুবিশাল ছবি়টি ইতিমধ্যেই বসানো হয়েছে। সেমিফাইনালের আগেই এই ছবি বসানো হয়েছে ।
শুধু বিরাট নয়, পাশাপাশি সেখানে ছবি রয়েছে ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় প্রমুখদের ছবি রয়েছে । সেই তালিকাতে নাম উঠল বিরাটের ও । বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির নাম অবশ্যই থাকবে । দেশ, পরিবেশ, প্রতিপক্ষ যাই হোক না কেন, ধারাবাহিকভাবে ব্যাট হাতে পারফর্ম করেছেন বিরাট কোহলি। গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তসংখ্যার কমতি নেই। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেখানে কোহলির ভক্ত না থাকাটাই অস্বাভাবিক। কোহলির প্রতি তাঁর ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। বিরাটের ছবি ঘিরেও ইডেনে আগ্রহ রয়েছে।
Free Access