
The Truth of Bengal: বাড়ছে সাইবার ক্রাইম। প্রতারকরা নানা ভাবে ফাঁদ পেতে রেখেছে। আর সেই ফাঁদে পড়লেই হতে হবে সর্বস্বান্ত। এক নিমেষে খোঁয়া যেতে পারে আপনার কস্টার্জিত গচ্ছিত সমস্ত অর্থ। এখন প্রতারকরা নানাভাবে প্রলোভনের ফাঁদ পেতেছে। আর ক্ষনিকের ভুলে বা লোভের বশবর্তী হলেই বিপদ দোরগোড়ায়।এই যেমন ক্রিপ্টোকারেন্সির হাত ধরে রাতারাতি ধনী হয়ে ওঠার প্রলোভন!ক্রিপ্টোকারেন্সিতে কোটিপতি হওয়ার প্রলোভন। ক্রিপ্টোতে বিনিয়োগ করার ফাঁদ প্রতারকদের। অনলাইন গেমের নামে ফাঁদ পেতেছে প্রতারকরা। এই ফাঁদে পা দিলেই আপনাকে হতে হবে সর্বস্বান্ত।
কিভাবে এই প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা?
আপনার মোবাইলে ইন্টারন্যাশনাল কল। শুধু ইন্টারন্যাশনাল নয়, দেশীয় নম্বর থেকেও,ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কল, বড় বড় গেম খেলায় অংশ নেওয়ার আবেদন,টেলিগ্রাম অ্যাকাউন্টে আসার আবেদন বিনিয়োগ করলেই ক্রিপ্টোকারেন্সির প্রলোভন। কি বলছেন সাইবার বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞরা সবসময়ই সচেতন ও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন। বলছেন কোনভাবেই প্রলোভনে পা না দেওয়ার। সতর্ক করছেন আইনজ্ঞরাও। আর এমন প্রতারকদের ফাঁদে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা।
প্রতারকদের ফাঁদে পা দিয়ে ফেলেছেন আপনি টাকা ট্রান্সফার করেছেন প্রতারকদের অ্যাকাউন্টে খুঁইয়েছেন আপনার পরিশ্রমের জমানো টাকা। দেরি না করে সঙ্গে সঙ্গে অভিযোগ জানান থানায় সময় নষ্ট করলে প্রতারকরা পালানোর সুযোগ পাবে। সাইবার ক্রাইমের জাল ক্রমশ বিস্তৃত হচ্ছে। ক্রাইমের শাখা-প্রশাখা ছড়াচ্ছে। দেশ-বিদেশ থেকে প্রতারকরা ক্রাইম সংগঠিত করছে। প্রতারকদের জাল কাটতে তৎপর কলকাতা পুলিশের সাইবার শাখা। তারপরও ছোট্ট ছোট্ট ভুলে ও লোভের বশবর্তী হয়ে মাসুল গুনতে হচ্ছে। সাইবার বিশেষজ্ঞ থেকে আইনজ্ঞ বা পুলিশ – সকলের একটাই বার্তা সাবধান হোন, সতর্ক থাকুন। প্রতারকদের ফাঁদে পা দেবেন না।
free access