কলকাতা

শহুরে গৃহহীনদের জন্য রাতের ঠিকানা “আশ্রয়”,

kolkata footpath

The Truth of Bengal: কলকাতার ফুটপাতে রাতে আর থাকবেন না কোনও শহরবাসী। রাতের শহর কলকাতায় যারা ফুটপাতে থাকেন তাদের আশ্রয়ে নিয়ে যাবে কলকাতা পুলিশ। এদিন কলকাতা মেয়র জানান কলকাতার পুলিশ কমিশনার কে চিঠি লিখবেন তিনি।

কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই 42 টি আশ্রয় তৈরি হয়েছে আরো প্রায় 15 টি আশ্রয় তৈরি হওয়ার পথে কাঁজ চলছে।কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে বেলেঘাটায় পুরসভার উদ্যোগে নবম আশ্রয়ের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম।

এর আগে কলকাতা পুরসভার উদ্যোগে আরো আটটি আশ্রয় করা হয়েছিল। এছাড়া রাজ্য সরকারের উদ্যোগে আরো ৩৩ টি আশ্রয় রয়েছে এই শহরে।বলেও জানালেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।

Free Access

Related Articles