দেশ

প্রতিশ্রুতিতে কংগ্রেসকে হারাচ্ছে বিজেপি, ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির

Madhya Pradesh Vote

The Truth of Bengal: ভোটের আগে একাধিক সমীক্ষায় মধ্যপ্রদেশে ক্ষমতা হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে বিজেপির। ইঙ্গিত মিলছে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। সব মিলিয়ে জমে উঠেছে মধ্যপ্রদেশের ভোটের লড়াই। ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ থাকায় তেড়েফুঁড়ে আসরে নেমেছে বিজেপি। অন্যদিকে কংগ্রেসের কাছে ক্ষমতা দখলের সম্ভাবনা থাকায় উজ্জীবিত হয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। ভোটের আগে দুই দল কল্পতরু হয়ে প্রতিশ্রুতি বিলিয়ে চলেছে। রাজ্যের মানুষের জন্য কংগ্রেস যা প্রতিশ্রুতি দিচ্ছে, বিজেপি দ্বিগুণ প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেসকে হারিয়ে দিচ্ছে।

কংগ্রেস মহিলাদের মাথাপিছু ১,৫০০ টাকা মাসিক অনুদানের ঘোষণা করতেই ক্ষমতাসীন গেরুয়া শিবির ২,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি এই ঘোষণা করতেই কংগ্রেস ১,০০০ টাকা বাড়িয়ে ২,৫০০ টাকা করেছে। কংগ্রেস ক্ষমতায় এলে রান্নার গ্যাসের সিলিন্ডার ৫০০ টাকায় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখানেও কংগ্রেসকে চাপে ফেলতে বিজেপির ৪৫০ টাকায় সিলিন্ডার দেওয়ার কথা জানায়। রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ২ কোটি ৭২ লক্ষ। আর মহিলাদের মন পেতে প্রতিশ্রুতির ডালি নিয়ে ময়দানে নেমেছে বিজেপি ও কংগ্রেস।

মহিলা ভোটারের সংখ্যা বাড়ায় তাঁদের আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিজেপি। ফের যদি ক্ষমতা দখল করে তা হলে মহিলাদের স্বাবলম্বী করতে সরকারি চাকরিতে ৫০ শতাংশ সংরক্ষণ করা হবে বলে আগেই ঘোষণা করেছে বিজেপি। এবার মহিলাদের জন্য কংগ্রেস যে যে প্রতিশ্রুতি দিয়েছে তা ছাপিয়ে যাচ্ছে বিজেপি। কেন এই প্রতিশ্রুতি বন্যা? রাজনৈতিক মহল মনে করছে, ক্ষমতা দখলের ব্যাপক সম্ভাবনা আছে কংগ্রেসের। তাই কংগ্রেসকে মোকাবিলা করতে প্রতিশ্রুতির এমন বন্যা বইয়ে দিচ্ছে বিজেপি। তবে এত প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় ফেরা নিয়ে খুব একটা আশার আলো দেখছে না বিজেপি।

Free Access

Related Articles