
The Truth of Bengal: কাবুলে শিয়া তীর্থযাত্রীদের বাসে বিস্ফোরণ। নিহত অন্তত সাতজন। গত বছর কাবুলের পবিত্র শিখ তীর্থক্ষেত্র কার্তে পারওয়ান এলাকার দশমেশ সাহিবজি গুরুদ্বারে হামলা চালিয়ে বহু মানুষকে খুন করেছিল আইএস খোরাসান জঙ্গিরা। মঙ্গলবার বিকেলে খালিদ জারদন এলাকায় শিয়া তীর্থযাত্রীদের একটি বাসে বিস্ফোরণের ঘটানো হয়।
হামলার পিছনে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ রয়েছে বলে তালিবান নিয়ন্ত্রিত কাবুল পুলিশের প্রাথমিক ধারণা। তবে তালিবানের একাংশও এর পিছনে থাকতে পারে মনে করা হচ্ছে। গত বছর কাবুলের পবিত্র শিখ তীর্থক্ষেত্র কার্তে পারওয়ান এলাকার দশমেশ সাহিবজি গুরুদ্বারে হামলা চালিয়ে বহু মানুষকে খুন করেছিল আইএসকে জঙ্গিরা।
২০২১ সালের অগস্ট মাসে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স-সহ বহু দেশ। সেই সময়ে কাবুল বিমানবন্দরের বাইরে মানব বোমা বিস্ফোরণে বহু আফগান ও আমেরিকার সেনা নিহত হয়েছিলেন। ওই ঘটনারও দায় স্বীকার করেছিল আইএসকে।
Free Access