রাজ্যের খবর

গঙ্গাসাগরে নতুন সেতু উদ্বোধন, প্রশাসনের উদ্যোগে খুশি দ্বীপবাসী

Gangasagar Setu

The Truth of Bengal: নদীমাতৃক সুন্দরবনে শিরা-উপাশিরার মতো ছড়িয়ে আছে নদী ও খালবিল। সেই সব পারাপার করে যাতায়াত করতে হয় মানুষকে। অনেক জায়গায় সেতু হলেও এখন অনেক জায়গায় নৌকা পারাপার করে যাতায়াত করতে হয় মানুষজনকে। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ও ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের অনেক দিনের দাবি ছিল একটি পাকা সেতু। মানুষের সেই দাবি মেনে গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটি এলাকার মানুষকে একটি সেতু উপহার দিল। আসন্ন মেলার আগে নতুন সেই সেতুর উদ্বোধন হল গঙ্গাসাগরে।

সেতুটি তৈরি হওয়ায় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ও ধবলাট গ্রাম পঞ্চায়েতের মধ্যে এবার সরাসরি সংযোগ স্থাপন হল। এই ২টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২৫ হাজার মানুষ উপকৃত হবেন। বহুদিনের দাবি মেটায় খুশি এলাকার মানুষ। সেতুটি তৈরি হওয়ায় ভোগান্তি দূর হল মানুষের। নতুন সেতুটির উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।

উদ্বোধন হওয়া রামকৃষ্ণ সেতুটি তৈরি হয়েছে এক কোটি টাকা ব্যয়ে। শুধু এই সেতুটি নয় সুন্দরবন এলাকায় সরকার আরও অনেক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে বলে জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।নতুন সরকারের আমলে গঙ্গাসাগর সহ সুন্দরবনে প্রভূত উন্নয়ন করা হয়েছে। আগে যেখানে নদী পারাপারের একমাত্র উপায় ছিল নৌকা, এখন সেইসব নদীতে পাকা সেতু তৈরি হয়ে গিয়েছে। দ্বীপ এলাকার মানুষের জবনে এখন গতি বেড়েছে অনেকটাই।

Free Access

Related Articles